ফেনীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফেনীতে চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
মুজিবুর রহমান বলেন, সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে ফেনীর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। গতকাল রোববার বিকেল থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর পূর্বভাস দেওয়া হয়েছিল। সারাদিন আকাশ মেঘলা ছিল। রাতেও বজ্রবৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে ফেনীর জনজীবনে স্বস্তি দেখা গেছে। তবে বিভিন্ন উপজেলায় বৃষ্টিতে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
ফেনী শহরের ডাক্তারপাড়ার বাসিন্দা মুস্তাফিজ মুরাদ বলেন, টানা গরমের পরে এমন বৃষ্টিতে স্বস্তি এসেছে। দুপুরে রাতের অন্ধকারের মতো অবস্থা ছিল। বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পরশুরাম উপজেলার বীরচন্দ্র নগর গ্রামের কৃষক আজহারুল হক বলেন, মাঠের বোরো ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন বৃষ্টি চিন্তায় ফেলেছে। ভালো ফলন হলেও ফসল বাড়ি আনতে পারবো কিনা জানি না। বৃষ্টিতে এখনই জমিতে পানি জমে গেছে। বাতাস হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একরাম উদ্দিন বলেন, চলতি মৌসুমে ফেনীতে লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধানের আবাদ বেশি হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। মাঠে প্রায় ৮০ শতাংশের বেশি ধান পেকে গেছে। বৈরী আবহাওয়ার হাত থেকে ফসল রক্ষায় জমির ধান ৮৫ শতাংশ পাকার সঙ্গে সঙ্গেই কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাতাস ও বৃষ্টি স্থায়ী না হলে আশা করি কৃষকের খুব বেশি ক্ষতি হবে না।
সাহাব/মাসুদ