ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার 

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১২ মে ২০২৪  
অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার 

ইয়াবাসহ গ্রেপ্তার মো. ইছাক

নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারের ভেতরে ভরে পাচারের সময় ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। 

রোববার (১২ মে) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা পুলিশ চেকপোস্ট এলাকা থেকে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি মো. ইছাক (২৪) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার কামাল উদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ-খ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় আমার নেতৃত্বে পুলিশের দল অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মো. ইছাককে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তার সঙ্গে থাকা অপর মাদক কারবারি পালিয়ে যায়।’ 

আরো পড়ুন:

তিনি জানান, পরে অক্সিজেনের সিলিন্ডারের ভিতর থাকা প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা একেকবার একেক অভিনব পন্থায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে বহন করে ঢাকায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়