ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

তাল পাড়ার সময় গাছ থেকে পড়ে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৬ মে ২০২৪  
তাল পাড়ার সময় গাছ থেকে পড়ে মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে মো. গোলাম নবী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গাছ থেকে তাল পাড়ার সময় তিনি পড়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার (২৬ মে) সকাল ৯ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া গোলম নবী একই ওয়ার্ডের কবির চৌকিদার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম নবী বাড়ি সংলগ্ন একটি তালগাছ ওঠেন। তাল পাড়ার সময় তিনি গাছ থেকে পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম নবীকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি নিহতের পরিবার থানাকে অবহিত করেনি।

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়