ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

আনোয়ারা ও চন্দনাইদশ থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৭ মে ২০২৪  
আনোয়ারা ও চন্দনাইদশ থানার ওসি প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলার চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দু্ল ইসলাম ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদকে প্রত্যাহারের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ মে) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী জানান, বিভিন্ন মাধ্যমে দুই ওসি প্রত্যাহারের তথ্য জানতে পেরেছেন। তবে অফিসিয়ালি পত্র আসেনি। 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়