ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

একটি গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়: নাছিম

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৮ মে ২০২৪  
একটি গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়: নাছিম

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী দেশকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। ওই গোষ্ঠী এদেশে পাকিস্তানি শাসন কায়েম করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওই সব অশুভ শক্তি প্রতিহত করে দেশকে সোনার বাংলায় পরিণত করব।’ 

দীর্ঘ ২৮ বছর পর নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা দেন। মঙ্গলবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা যুবলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘সহিংসতা একমাত্র রাজনৈতিক কৌশল বলে মনে করে বিএনপি। বিএনপি ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’

আরো পড়ুন:

নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃংখলা রক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।

জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে মানবিক যুবলীগ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি দাবি নিয়ে বলছি, আমি একজন খেলোয়াড়। প্রধানমন্ত্রী আমাকে এই জনপদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’  

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ, সংসদ সদস্য নিক্সন চৌধুরী, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। 

সম্মেলনকে ঘিরে জেলার যুবলীগের নেতাকর্মীরা উজ্জীবিত ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে হাজির হন। স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভিন্ন ভিন্ন গেঞ্জি ও ক্যাপ পরে মিছিল নিয়ে সম্মেলন প্রাঙ্গণে আসেন। 

১৯৯৫ সালের ১৮ অক্টোবর নড়াইল জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়