নিখোঁজের দুই মাস পর অটোরিকশাচালকের কঙ্কাল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহতের স্বজনদের আহাজারি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের দুই মাস পর বিপ্লব মাতুব্বর নামে এক অটোরিকশাচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বরের নির্মাণাধীন বাড়ি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে বিপ্লবের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে এটি বিপ্লবের মরদেহাংশ বলে শনাক্ত করে। এর আগে, গত ১৭ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বিপ্লব। এ ঘটনায় ২০ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন এটি বিপ্লবের কঙ্কাল। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
তামিম/কেআই