ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০০, ৮ নভেম্বর ২০২৪
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লেডু মিয়া (৫০) নামে এক রোহিঙ্গা আহত হয়েছেন। তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে জানিয়েছেন স্থানীয়রা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী জানান, আহত রোহিঙ্গাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

আহত লেডু মিয়া কক্সবাজারের উখিয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, তুমব্রু সীমান্তের ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় কবর জিয়ারত করতে যান লেডু মিয়া। সীমান্তের কাঁটাতারের জিরো লাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন তিনি। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়