ভারতীয় আধিপত্যের বাইরের দলের সঙ্গে এনসিপি জোটবদ্ধের চিন্তা করছে: সারজিস
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘যারা ভারতীয় আধিপত্যের বাইরে থাকবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের চিন্তা করছে এনসিপি।’’
সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে দলটির জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘‘এনসিপির শাপলা প্রতীকে আইনগত বাধা নেই, তাই শাপলা প্রতীকেই নির্বাচন করবে।’’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যেকোনো এলায়েন্সে যেতে পারে বলে জানান তিনি।
এনসিপির এই নেতা বলেন, ‘‘এনসিপি উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে চায় না। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে দেখতে পারি, কতটুকু কাজ হলো। সেই সঙ্গে এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হয় কি না।’’
ঢাকা/তারিকুল/রাজীব