ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে বালু উত্তোলন: ৯ জনকে কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৩ অক্টোবর ২০২৫  
শেরপুরে বালু উত্তোলন: ৯ জনকে কারাদণ্ড

ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে নয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক তাদের কারাদণ্ড দেন।

আরো পড়ুন:

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল কারাদণ্ডের তথ্য জানিয়েছেন। 

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ‘‘পরিবেশের বিপর্যয় রক্ষায় ইতোমধ্যে সরকারিভাবে বালুমহাল বন্ধ রাখা হয়েছে। এরপরও কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

সাজাপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, আকতার হোসেন, মাহবুল আলম, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুন আর রশিদ, মোস্তফা মিয়া, মামুন ও আছর উদ্দিন। রবিউল ইসলামকে দুই দিন, আছর উদ্দিনকে ২৫ দিন এবং অন্য ৭ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারিভাবে বালুমহাল বন্ধ থাকলেও সম্প্রতি ঝিনাইগাতী উপজেলার কালাঘোষা ও গজনীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র। সেই বালু উত্তোলনের পর ট্রলি, মাহিন্দ্রা, ঘোড়ার গাড়ি, ব্যাটারিচালিত অটোভ্যানে করে বিভিন্ন স্থানে পাচার করছিল তারা। এরপর অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়