ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতের ধারণা তারা ক্ষমতায় গেছে: দুলাল

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৪ অক্টোবর ২০২৫  
জামায়াতের ধারণা তারা ক্ষমতায় গেছে: দুলাল

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম দুলাল বলেছেন, “জামায়াত বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বলে বেড়ায় দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, এটা মুনাফেকি। তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাদের ধারণা, তারা ক্ষমতায় গেছে।”

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শেরপুরের শ্রীবরদীর পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দুলাল বলেন, “গত ৫৪ বছরে এ দেশে যতগুলো দল ক্ষমতায় এসেছে, তার সিংহভাগের সঙ্গে আঁতাতের মাধ্যমে ক্ষমতার অংশীদার ছিল জামায়াত। অথচ তারা বলে বেড়ায়, তারা ক্ষমতার বাইরে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি দিয়ে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। বিএনপির নির্বাহী সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধেও অপপ্রচার করে যাচ্ছে জামায়াত।”

এ ব্যাপারে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল বলেন, “কারোর বিরুদ্ধে অপপ্রচার করার নীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। কে বা কারা ফেইসবুকে লিখেছে, তা আমাদের জানা নেই। জামায়াতের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে প্রচারণা বা বক্তব্য দেওয়া নিষেধ আছে। মূলত জামায়াতকে ট্যাগ দেওয়া বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়