ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ দিয়ে বরখাস্ত প্যানেল চেয়ারম্যান

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৮, ৬ নভেম্বর ২০২৫
রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ দিয়ে বরখাস্ত প্যানেল চেয়ারম্যান

লিয়াকত আলী। ফাইল ফটো

সিরাজগঞ্জের কামারখন্দে রোকেয়া বেগম (৩২) নামের এক রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদপত্র দেওয়ার অভিযোগে ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানাজানি হয়।

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক বলেন, ‘‘গত ২০ অক্টোবর চিঠি ইস্যু হলেও প্যানেল চেয়ারম্যান এটি গত ৩ নভেম্বর হাতে পেয়েছেন। এটি পেয়ে তিনি দায়িত্ব ছেড়েছেন।’’

তবে, অভিযোগ অস্বীকার করে সাময়িক বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, ‘‘আমার স্বাক্ষর নকল করে ওই রোহিঙ্গা নারী নাগরিকত্ব সনদে স্বাক্ষর করেছেন।’’

এর আগে, গত ২৫ আগস্ট উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে গিয়ে ওই নারী স্বামীসহ আটক হন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রোকেয়া বেগম জানান, তিনি কক্সবাজারের উখিয়া টেংখালী রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

রোকেয়া বেগমের কাগজপত্র থেকে দেখা যায়, তাকে দেওয়া ৪০২ নম্বর ক্রমিকের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রটি গত ৮ আগস্ট প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী স্বাক্ষর করেছেন।

ঢাকা/রাসেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়