ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অদ্ভুত! ছোট ভাইয়ের সঙ্গে মারামারির মাইকিং বড় ভাইয়ের

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৩৪, ৬ নভেম্বর ২০২৫

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করবেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর গ্রামে মাইকিং করে এমন ঘোষণা দিয়েছেন বড় ভাই আ. কদ্দুস মিয়া।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার বৈরীহরিণমারী গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের দুই ছেলে আ. কদ্দুস মিয়া ও হাবিজার। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এরইমধ্যে, বৃহস্পতিবার মাইক ভাড়া করে বড় ভাই আ. কদ্দুস মিয়া ঘোষণা দেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘‘খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মাসুম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়