রাঙামাটির দোপানীছড়ায় বিজিবি’র চিকিৎসা সেবা প্রদান
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় গরিব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় গরিব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম শাহ রেজা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। রুমা ব্যাটালিয়ন এর আগেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
ঢাকা/শংকর/এস