ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে আ.লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৩, ১৩ নভেম্বর ২০২৫
রংপুরে আ.লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল ।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মীরা। এতে ফ্যাসিবাদ বিরোধী সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে লালবাগ খামারমোড় এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা আওয়ামী লীগের কর্মসূচিকে ‘চোরা গোপ্তা’ আখ্যা দিয়ে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন।

একই সাথে তারা জুলাই গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের রায় দ্রুত ঘোষণারও দাবি জানান।

প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে ছাত্রজনতা।

এতে বক্তব্য রাখেন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী, সাজ্জাদ হোসেন, মোয়াজ মিয়া প্রমুখ।

এদিকে একই সময়ে রংপুর প্রেসক্লাবের সামনে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বিদেশে থেকে শেখ হাসিনা ও তার দোসরা সোশ্যাল মিডিয়ায় লকডাউনের নামে চোরা গোপ্তা নাশকতার কর্মসূচি দিয়েছে। বাংলার জনগণ এসব কর্মসূচিকে রুখে দিতে সোচ্চার রয়েছে। শুধু ঢাকার রাজপথ নয় রংপুরেও আবু সাঈদের সহযোগ করা আওয়ামী লীগের কোনরূপ সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে সদা জাগ্রত রয়েছে এবং থাকবে বলেও জানান তারা।

ঢাকা/আমিরুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়