ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জের নতুন ডিসি নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫১, ১৪ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের নতুন ডিসি নুরমহল আশরাফী

সৈয়দা নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা নুরমহল আশরাফী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী নুরমহল আশরাফীর বাড়ি যশোরে। বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

সৈয়দা নুরমহল আশরাফী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ও মানিকগঞ্জের দৌলতপুরে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলায় ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেন।  

অন্যদিকে, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। ওই রাতেই আরেকটি আদেশে আরো ১৪ জনকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রদবদল আনা হয়েছে জেলা প্রশাসক পদে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ৫০ জেলায় ডিসি বদল হলো।

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়