ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৩৮, ২৮ নভেম্বর ২০২৫
জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘‘আমি হইলাম ফজা পাগলা—এই টাইটেলটা আমাকে দিয়েছে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের যদি ভোট দেন; তাইলে আমার মৃতদেহ পাবেন। আপনারা তাদের ভোট দেবেন? বলেন দেবেন?’’ প্রশ্ন রাখেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ফজলুর রহমান বলেন, ‘‘কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয় বুঝবেন না আপনারা। সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধবিরোধীদের বকি নাই। তারা ৫ আগস্টের পরে যখন বলতে শুরু করল, ৪৭ সনে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তরে নাকি একটা ‘গণ্ডগোল’ হয়েছিল, আর সেটা ভারত লাগিয়েছে।’’

অনুষ্ঠানে ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়