ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩০ নভেম্বর ২০২৫  
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শনিবার রাতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। 

আরো পড়ুন:

প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সৃষ্টিকর্তার কাছে। 

এ সময় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায়, জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনো উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়