ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, জুবাইদা এখন তানভীর

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:২৪, ৩০ নভেম্বর ২০২৫
মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, জুবাইদা এখন তানভীর

ছিলেন মাদ্রাসাছাত্রী। হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন। জুবাইদার পরিবর্তে নাম রাখা হয়েছে তানভীর (১৪)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তানভীরকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকীবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, হরতকীবাড়িয়া গ্রামের কালাম চৌকিদারের মেয়ে জোবাইদা স্থানীয় আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সবকিছু ঠিকঠাক চললেও কিছুদিন আগে তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে।

প্রথমে বিষয়টি গোপন রাখে জুবাইদা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে। দেড় মাস আগে একদিন সকালে ঘুম থেকে উঠে জোবাইদা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি বুঝতে পারে এবং পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিজের নাম পরিবর্তন করে তানভীর রাখে।

ছোট বিঘাই গ্রামের বাসিন্দা সীমা বেগম বলেন, ‘‘জুবাইদা ছোট থেকেই অসুস্থ ছিল। অনেক সময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতো। অনেক জায়গায় তার চিকিৎসা করানো হয়েছে। হঠাৎ করে খবর পাই, সে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তাই দেখতে এসেছি।’’

একই এলাকার অপর বাসিন্দা জালাল বলেন, ‘‘এরকম ঘটনা এর আগেও শুনেছি। তবে স্বচক্ষে দেখিনি। এবার দেখলাম। আমরা তানভীরের জন্য দোয়া করি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’’

তানভীরের বাবা আবুল কালাম বলেন, ‘‘জুবাইদা ছোট থেকেই অসুস্থ ছিল। তাকে অনেক যায়গায় চিকিৎসা করানো হয়েছে। তার কণ্ঠস্বর এবং শারীরিক গঠনের পরিবর্তন লক্ষ্য করেও চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু, তাই কিছুই বলতে পারেনি। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি, জুবাইদার ছেলেতে রূপান্তরিত হয়েছে। দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চাই।’’

জুবাইদা ওরফে তানভীর বলে, ‘‘আমি অনেক অসুস্থ ছিলাম। দেড় মাস আগে একদিন ঘুম থেকে উঠে দেখি, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছি। পরে পরিবারকে বিষয়টি জানাই। এখন মোটামুটি সুস্থ আছি।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়