গুঞ্জনের অবসান, সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আরিফুল হক চৌধুরী।
দীর্ঘ আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার প্রথম দফায় সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি থাকায় জেলাজুড়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, সে সময় আরিফুল হক ঢাকা গিয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। পরে সিলেটে ফিরে নিজ উদ্যোগে সিলেট–৪ আসনের সম্ভাব্যপ্রার্থী হিসেবে প্রচারণা চালাতে থাকেন।
অন্যদিকে, এ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান হাকিম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ আরও কয়েকজন সক্রিয় ছিলেন। তাদের কর্মী-সমর্থকেরা আরিফুল হকের প্রার্থিতার বিরুদ্ধে প্রচারণাও চালিয়েছেন।
বিরোধিতা ও সমালোচনার মধ্যেই নিজের প্রচার কার্যক্রমে অবিচল ছিলেন আরিফুল হক। এ প্রসঙ্গে তিনি তখন জানিয়েছিলেন, মাঠের মানুষ ও তৃণমূল নেতাদের সাড়া তাকে আরও অনুপ্রাণিত করছে।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে দলের মহাসচিব সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করলে তাকে ঘিরে থাকা অনিশ্চয়তা কেটে যায়। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা স্বস্তি প্রকাশ করেন এবং আনন্দ মিছিলে যোগ দেন।
ঢাকা/রাহাত//