ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাবার ওপর অভিমানে কিশোরের আত্মহত্যা

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৩০ জানুয়ারি ২০২৩  
বাবার ওপর অভিমানে কিশোরের আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে দাওয়াতে যেতে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে মো. ইয়াসিন মৃধা (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল রোবাবার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ইয়াসিন একই গ্রামের মো. এনায়েত মৃধার  ছেলে। সে টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

মারা যাওয়া ইয়াসিনের পরিবার জানায়, গতকাল বিকেলে বাড়ির পাশের আকন বাড়িতে আকিকার দাওায়াত ছিল ইয়াসিনের। দাওয়াতে যেতে ইয়াসিন তার বাবা এনায়েতের কাছে উপহার কিনতে টাকা চান। কিন্তু এনায়েতের কাছে টাকা না থাকায় তিনি ছেলেকে উপহারের টাকা দিতে পারেননি। একই সঙ্গে ইয়াসিনকে দাওয়াতে যেতে নিষেধ করেন। এতে বাবার ওপর অভিমান করে রাতে নিজের ঘরের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে ঝুলে পড়েন ইয়াসিন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন ইয়াসিনকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

ইয়াসিনের বাবা এনায়েত বলেন, পাশের আকন বাড়িতে ইয়াসিনের আকিকার দাওয়াত ছিল। আমার কাছে ইয়াসিন আকিকার উপহার নিতে টাকা চেয়েছিল। কিন্তু ওই সময় আমার কাছে টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে পারিনি। এতে সে অভিমান করে রাতে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তাওহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়