ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায়

গুগল সার্চ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : হাতের সামনে ইন্টারনেটের ঝাঁপি খোলা থাকলে, মনের দুষ্টুমিকে আটকায় কার সাধ্যি? ইন্টারনেটে পড়াশোনা বা কাজকর্মের ফাঁকে বিভিন্ন বিজ্ঞাপনের প্রলোভনে পা দিয়েই হোক বা গোপন ইচ্ছেগুলো গোপনেই মিটিয়ে নিতে - অনেকেই চোখ রাখেন পর্নোগ্রাফিতে।

 

গুগলের সার্চ অপশনে গিয়ে সন্ধান চালালেই চোখের সামনে খুলে যায় পর্নোগ্রাফি ছবির সমাহার। কিন্তু চিন্তা থাকে একটাই। এরপর অন্য কেউ কিছু সার্চ করতে গেলেই, তার চোখের সামনে ভেসে ওঠে আগের জনের কীর্তিকলাপ। লজ্জিত হতে হয় প্রথম জনকে। এক্ষেত্রে গুগল থেকে মুছে ফেলা যাবে সার্চ হিস্ট্রি।

 

যেভাবে গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন:

* প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন ‘How to delete google searches’।
* রেজাল্ট বক্স থেকে Go to Search History-তে ক্লিক করুন।
* গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
* সার্চ হিস্ট্রি পেজ থেকে Remove items এর পাশের বক্সে ক্লিক করলেই আপনি সকল সার্চ হিস্টোরি কিংবা নির্দিষ্ট কোন কোন বিষয় Remove করতে চান, তা করতে পারেন।

 

মনে রাখবেন, গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকাকালীন যেসব সার্চগুলো করা হয়েছে, একমাত্র সেগুলোকেই মুছে ফেলা যাবে। যদি আপনি লগ ইন না করে সার্চ করেন, তবে সেগুলো গুগল ট্র্যাক করবে ঠিকই, কিন্তু তা আপনার নামের সঙ্গে লিংকড হবে না। লিংকড হবে কম্পিউটারের আইপি অ্যাড্রেসের সঙ্গে। যেটা আপনি ডিলিট করতে পারবেন না।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়