ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেইনিংয়ের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২২ ফেব্রুয়ারি ২০২১  
ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেইনিংয়ের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইউসেফ বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামে ১০০ জন সুবিধাবঞ্চিত তরুণকে কারিগরি প্রশিক্ষণ দিয়েছে। 

‘ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেইনিং প্রজেক্ট’-এর আওতায় রেফ্রিজারেশন অ‌্যান্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের প্রথম ব্যাচে ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ শেষ করেছে। 

সম্প্রতি ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান, মেঘনা গ্রুপের চিফ অপারেটিং অফিসার এম. এ. বাকার, অনন্ত হোয়াশিয়াং লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীম ইমাম, নাসা গ্রুপের পরিচালক কাজী আজিজুল ইসলাম এবং ইউসেপ বাংলাদেশ-এর পরিচালক মো. দিদারুল আলম চৌধুরী। 

প্রধান অতিথি তার বক্তব্যে দক্ষ মানবসম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশ- এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 

সুমন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়