১৫ হাজার শিক্ষক নিয়োগ দেবে নিবন্ধন কর্তৃপক্ষ
হাসান || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষকের ১৫ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের এই পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শনিবার এনটিআরসিএ এই বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আগ্রহীদের ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
প্রাপ্ত সব আবেদন বিধি-বিধানের আলোকে মেধার ভিত্তিতে বাছাইপূর্বক এনটিআরসিএ থেকে প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যবস্থাপনা/পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে।
এতে আরো বলা হয়, যে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো শূন্য পদ পূরণের চাহিদা পেশ করতে পারেনি, তারা শীঘ্রই পরবর্তী পর্যায়ে চাহিদা পেশ করতে পারবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত শূন্য পদের চাহিদা ই-রিকুইজিশন অনলাইনে গ্রহণ করা হয়েছে।
শিক্ষকের পদ পূরণের চাহিদার বিস্তারিত তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd ও ngi.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৬/হাসান/বকুল
রাইজিংবিডি.কম