ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

‘ফার্মগেট’-এ লেগুনা ড্রাইভার আব্বাসের জীবন সংগ্রাম

প্রকাশিত: ১৬:১৯, ২৬ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:২৮, ২৬ আগস্ট ২০২৩
‘ফার্মগেট’-এ লেগুনা ড্রাইভার আব্বাসের জীবন সংগ্রাম

রাজধানীর ফার্মগেট-এর লোকাল রাজনীতি, সিনেমা হল, ধর্ম ব্যবসা, হকারি, লেগুনা স্টান্ড দখল, কোচিং বাণিজ্য নিয়ে প্রতিদিন ঘটে নানান অঘটন। এ নিয়ে নির্মাণ করা হয় ‘ফার্মগেট’ নামের ওয়েব সিরিজ। এতে লেগুনা ড্রাইভার আব্বাসের স্বপ্ন, তার চাওয়া-না পাওয়া, প্রেম-বেদনার সংগ্রামের গল্প উঠে এসেছে। 

ডেডলাইন এন্টারটেইনমেন্ট চ্যানেলে এটি প্রকাশ করা হবে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন মাসুদ আল জাবের ও সাইফুল ইসলাম বাবু।

সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন অপু আহমেদ। এরই মধ্যে তার অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। আলোচিত সিনেমা ‘পরাণ’ এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া ‘বাওয়ালি ও ‘জামদানি’ নামক সিনেমায় কাজ করেছেন। বর্তমানে অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার’ সিনেমায় খল অভিনেতা হিসেবে কাজ করছেন তিনি। এক যুগ আগে নবনাট নাট্যদলের সদস্য হয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন অপু আহমেদ। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় শুরু করেন। 

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়