ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে গণপিটুনিতে দর্জির মৃত্যু

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে গণপিটুনিতে দর্জির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে গণপিটুনিতে মো. হারুন অর রশীদ গাজী (৪৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে।

নগরীর রুপাতলীর চান্দুর মার্কেট নামক স্থানে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

হারুন গাজীর ভাই আব্দুস সালাম গাজী জানান, সকালে তার মেঝো ভাই মনির গাজী সঙ্গে ওই এলাকার একটি হোটেলের মালিক আনিচ মিয়ার ছেলে সোহেলের রাস্তা পারাপারের সময় ধাক্কা লাগে।

এ সময় সোহেল, তার ভাই রুবেল, আল আমিন, পিতা আনিচ মিয়া ও দোকানের কর্মচারী আব্দুল জলিল ক্ষিপ্ত হয়ে মনিরকে মারধর করে। এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান মনিরের ছোট ভাই ও ওই এলাকার ডিভিশন টেইলার্সের মালিক হারুন অর রশীদ গাজী। তখন হারুন গাজীকেও মারধর করা হয়।

পরে হামলাকারীরা থানায় খবর দিলে পুলিশ এসে হারুনকে আটক করে। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ হারুনকে ছেড়ে দেয়।

বেলা ১১টার দিকে হারুন অর রশীদ গুরুত্বর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক হারুন গাজীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) আজাদ রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করেন নি। অভিযোগ পেলে  ব্যবস্থা নেওয়া হবে।


রাইজিংবিডি/বরিশাল/৯ মে ২০১৬ /জে. খান স্বপন/উজ্জল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়