ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

 বীর শহিদদের প্রতি ডিআরইউয়ের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ মার্চ ২০২৪  
 বীর শহিদদের প্রতি ডিআরইউয়ের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (২৬ মার্চ) সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতারা ও সদস্যরা বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় ডিআরইউ সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দীপন দেওয়ান এবং প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন ইমু প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

/এএএম/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়