ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মাসউদ- রব্বানী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৮ জুন ২০২৪  
ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মাসউদ- রব্বানী

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। নিয়মিত সাংবাদিকদের সমর্থন নিয়ে নতুন কমিটির সভাপতি পদে চ্যানেল২৪-এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (২৮ জুন) ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রয়োগ নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নিয়মিত সদস্যরা এজিএম বর্জন করে পাল্টা কমিটির ঘোষণা দেন।

সহ-সভাপতি পদে ঢাকামেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক পদে ঢাকাপোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলাট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন সম্পাদক হিসেবে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।

কমিটির সম্মানিত এক নম্বর সদস্য হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম ও কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়