বিএফইউজে-ডিইউজে’র প্রতিবাদ সমাবেশ আজ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং দ্য মিরর এশিয়া'র ঢাকা প্রতিনিধি সাঈদ খানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সব সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিএফইউজে'র মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে'র সাধারণ সম্পাদক খুরশীদ আলম অনুরোধ জানিয়েছেন।
এমএ/ইভা