ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী।

বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন এবং লায়লা আরজুমান বানু উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, সারা দেশে টিসিবির ২ হাজার ৮৬১ জন ডিলারের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, ও সংসদ সদস্যদের সুপারিশে ১ হাজার ৩৪৫ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত ১ হাজার ৩৪৫ জন ডিলারের মধ্যে ৬৯১ ডিলারকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, ও সংসদ সদস্যদের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরাসরি নিয়োগ করা হয় এবং অবশিষ্ট ৬৫৪ জন ডিলারকে নিয়োগের ক্ষেত্রে ডিলারদের তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হয়। অবশিষ্ট ১ হাজার ৪৭১ ডিলারকে তাদের তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে যাচাই করে ডিলারশিপ দেওয়া হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০১৮ তে ১৭টি দেশ থেকে মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে বৈঠকে জানানো হয়। আগামী শুক্রবার সংসদীয় কমিটির সদস্যগণ বাণিজ্য মেলার সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করবেন।

বিভিন্ন পণ্যে ভেজাল, ওজনে কম দেওয়াসহ ভোক্তাদের নানাবিধ প্রতারণা মোকাবিলা করার জন্য ভোক্তা অধিকার আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করার সুপারিশ করা হয়।

দেশের বাইরে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার এবং সংসদীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে মেলায় অংশগ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া বিগত ২৩তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি, ট্যারিফ কমিশনসহ অন্যান্য দপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়