ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

লঞ্চে দগ্ধ ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১০, ২৪ ডিসেম্বর ২০২১  
লঞ্চে দগ্ধ ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি

ফাইল ছবি

ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় দগ্ধদের মধ‌্যে দুই পরিবারের পাঁচজনসহ ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দগ্ধ আরও অনেককেই ঢাকায় আসার পথে ছিল বলে জানা গেছে।

দগ্ধদের দেখতে শুক্রবার সন্ধ্যায় হাসপাতলে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সেসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যেসব রোগী আনা হয়েছে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সবার শ্বাসনালী পুড়ে গেছে। তাদের বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা।’

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘হাসপাতালে ভর্তি দগ্ধদের কারো ৫০/৬০, ১৬/৩০ ভাগ, আবার কারো শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। অনেকেরই পোড়া ইতোমধ্যে ক্ষতে পরিণত হয়েছে। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের সুস্থ করার চেষ্টা করে যাচ্ছি। আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।’

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আটজন হলেন— জেসমিন আক্তার (৩৫), বাচ্চু মিয়া (৫১), তামিম হাসান (৮), ইসরাত জাহান (২২), শাহিনুর খাতুন (৪৫), সাইফুল্লাহ মন্সুর সাদিক (১৬), মো. মারুফা (৪৮) ও সেলিম রেজা (৪৫)।

ঢাকা/মাকসুদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়