ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহমদ রফিকের খোঁজখবর নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৬ জুন ২০২২   আপডেট: ১৫:০৯, ৬ জুন ২০২২
আহমদ রফিকের খোঁজখবর নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন কে এম খালিদ

ভাষাসৈনিক, বুদ্ধিজীবী, গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (৬ জুন) আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইস্কাটনে তার বাসায় যান কে এম খালিদ। এ সময় আহমদ রফিকের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন।

আরো পড়ুন:

চিকিৎসার খোঁজখবর নেওয়া ও দেখতে আসার জন্য আহমদ রফিক এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তার রচনাবলী (১ম খণ্ড) বাংলা একাডেমির মাধ্যমে প্রকাশের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী আহমদ রফিক রচনাবলী (১ম খণ্ড) বাংলা একাডেমির মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে প্রকাশপূর্বক আহমদ রফিকের আগামী জন্মদিনে (১২ সেপ্টেম্বর, ২০২২) উপহার হিসাবে প্রদান করা হবে মর্মে তাকে আশ্বস্ত করেন। এ সময় তার ব্যক্তিগত পক্ষ থেকে আহমদ রফিকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রতিমন্ত্রী জানান, আহমদ রফিকের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। 

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলা একাডেমির পরিচালক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/আসাদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়