ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত নিরপেক্ষ নয়: মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫৭, ৫ ডিসেম্বর ২০২৫
ভারত নিরপেক্ষ নয়: মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত ‘নিরপেক্ষ নয়।’ তার দেশ শান্তিকে সমর্থন করে এবং লড়াই বন্ধ করতে চায়। নয়া দিল্লি সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি এ কথা বলেছেন।

মোদি বলেছেন, “ভারত নিরপেক্ষ নয়। ভারতের একটি পক্ষ আছে এবং সেই পক্ষটি শান্তির। আমরা শান্তির জন্য সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করি এবং আমরা শান্তির জন্য সমস্ত প্রচেষ্টার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।”

রাশিয়াকে সত্যিকারের বন্ধু আখ্যা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, “ইউক্রেন সঙ্কট শুরু হওয়ার পর থেকে আমরা ক্রমাগত আলোচনায় রয়েছি। সময়ে সময়ে, আপনিও, একজন প্রকৃত বন্ধু হিসেবে, আমাদের সবকিছু সম্পর্কে খবর রেখেছেন। আমি বিশ্বাস করি যে আস্থা একটি মহান শক্তি... শান্তির পথে জাতির কল্যাণ নিহিত। একসাথে, আমরা বিশ্বকে সেই পথে নিয়ে যাব।”

রুশ প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউক্রেনের সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমঝোতার লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, “সম্ভাব্য শান্তি সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। শান্তি সমাধানে আপনার প্রচেষ্টার জন্য এবং এই বিষয়ে আপনার ব্যক্তিগত মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়