ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকসু নির্বাচন: মনোনয়নপত্র নিলেন ২৫১ জন

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৫ ডিসেম্বর ২০২৫  
শাকসু নির্বাচন: মনোনয়নপত্র নিলেন ২৫১ জন

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। গত তিনদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৫১ জন। তাদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৪৫ এবং হল সংসদের জন্য ১০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের মুখপাত্র প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম দিন ২ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ২০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ৩ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ৫৮টি ও হলে ৪৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেষ দিনে কেন্দ্রীয় সংসদে ৬১টি এবং হলে ৪১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

তিন দিনের হিসেবে কেন্দ্রীয় সংসদে মোট ১৪৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। হল সংসদে বিতরণ হয়েছে ১০৬টি মনোনয়নপত্র। এর মধ্যে পুরুষ প্রার্থী ৭২ জন এবং নারী প্রার্থী ৩৪ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনেও নারী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সেখানে মোট ১৫ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, ‍“শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবার প্রার্থীসংখ্যা ভালো, নারী প্রার্থীর অংশগ্রহণও উৎসাহজনক।”

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়