ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাকা চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মারধর

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৮, ৫ ডিসেম্বর ২০২৫
টাকা চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মারধর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে টাকা চুরির অভিযোগে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে আরফান মিয়া (৪৩) নামে একজনকে আটক করেছে। আরফান দক্ষিণ বুড়দেও গ্রামের হাজি ওসমান আলির ছেলে।  

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার একটি বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে দক্ষিণ বড়দেও গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী জালাল মিয়াকে (২৪) ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে নির্যাতন করেন ওই এলাকার বাসিন্দা ইউনুস আলী, আরফান আলী ও দক্ষিণ বুড়দেও গ্রামের কয়েকজন। পরে চোর ধরা হয়েছে বলে পুলিশকে জানালে তারা জালাল মিয়াকে থানায় নিয়ে যায়। তবে, জালাল মিয়া দাবি করেছেন যে, তিনি চুরি করেননি, মিথ্যা অভিযোগে তাকে নির্যাতন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতেই জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেন। জালাল মিয়াকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

দৃষ্টিপ্রতিবন্ধীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেছেন, চোর আটক হয়েছে, এ তথ্য জেনে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধী যুবককে থানায় নিয়ে আসি। এ সময় সে বলে যে, সে একসময় খারাপ কাজ করলেও এ ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই। পরে সে জানায়, তাকে গাছে ঝুলিয়ে মারধর করা হয়েছে।

তিনি বলেন, নির্যাতনের বিষয় জানার পর তার মাকে থানায় ডেকে এনে অভিযোগ দিতে বলি। এ অভিযোগের ভিত্তিতেই সকালে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়