ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গান না গেয়েই কেন চলে যেতে হবে পাকিস্তানি ব্যান্ড কাবিশকে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫৮, ৫ ডিসেম্বর ২০২৫
গান না গেয়েই কেন চলে যেতে হবে পাকিস্তানি ব্যান্ড কাবিশকে?

পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’

‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্টে গান গাইতে ঢাকায় এসেছে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় কনসার্টটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে গান না গেয়েই পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে দলটিকে। 

জানা যায়, কনসার্টটির আয়োজন করেছে প্রাইম ওয়েব কমিউনিকেশনস। ভেন্যু ছাড়া সব ধরনের আয়োজন প্রস্তুত ছিল। ঢাকায় পৌঁছেছে ব্যান্ড কাবিশও। কিন্তু গতকাল গভীর রাতে কনসার্টের আয়োজক ভেন্যুর নিশ্চয়তা দিতে পারেনি। তাই পাকিস্তানি ব্যান্ড দলটিকে গান না গেয়েই ঢাকা ছাড়তে হবে। 

আরো পড়ুন:

আয়োজক প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা গণমাধ্যমে জানান, তাদের প্রস্তুতিতে কোনো গাফিলতি ছিল না। ভেন্যু নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু অনুমতি দেওয়া হবে হবে বলার পরও শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হয়নি। এতে সংগীতপ্রেমী শ্রোতারা যেমন বঞ্চিত হয়েছেন, তেমনই আয়োজকরাও অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষ মুহূর্তে কনসার্টের আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়টি ভীষণ উদ্বেগজনক বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা। 

বিমানবন্দ থেকে ‘কাবিশ’ ব্যান্ডের একটি ছবি প্রাইম ওয়েব কমিউনিকেশনসের ফেসবুকে পোস্ট করে জানানো হয়েছিল, ‘ওয়েভ ফেস্ট সিজন ১’–এ অংশ নিতে নিরাপদে ঢাকায় পৌঁছেছে কাবিশ। ঢাকার মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে এই কনসার্ট হবে। কাবিশের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘মেঘদল’সহ আরো কয়েকজন শিল্পীও অংশ নেবেন। 

১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাবিশ। দলটির ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীতে আয়োজিত ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গান গেয়েছে কাবিশ। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়