ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণতন্ত্র রক্ষায় আলেম সমাজের অবদান অনস্বীকার্য: উপদেষ্টা আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৯, ৪ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র রক্ষায় আলেম সমাজের অবদান অনস্বীকার্য: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “বাংলাদেশের সংকটময় সময়ে মানুষের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। সামনের দিনে আলেম সমাজকে পাশে না রেখে বাংলাদেশ এগোতে পারবে না।”

বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসার ইফতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ‘দস্তরবন্দি’ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “দ্বীনের খেদমত, সামাজিক নেতৃত্ব, নৈতিকতা প্রতিষ্ঠা কিংবা যেকোনো জাতীয় উদ্যোগ—সব ক্ষেত্রেই আলেম সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমাজে নৈতিক মূল্যবোধ, ঐক্য ও আধ্যাত্মিক পরিবেশ জোরদার করতে এবং তরুণ প্রজন্মকে কোরআনের প্রতি আরো অনুরাগী করে তুলতে সারা দেশে ক্বেরাত সম্মেলন আয়োজন বাড়ানো জরুরি।”

ইফতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন স্থানীয় সরকার উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম মাওলানা তানভীর আহমেদ সিদ্দিকী।

ক্বেরাত সম্মেলনে উপস্থিত ছিলেন ক্বারী আহমেদ বিন ইউসুফ আজহারী, ইরানের ক্বারী মাহদি গোলাম নেযাদ, মিশরের ক্বারী শেখ আহমেদ আল-জাহরি, ফিলিপাইনের ক্বারী নাজীর আসগর, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী প্রমুখ।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়