ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আ.লীগ নেতাদের মাঠে থাকার প্রত্যয় 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১২ জুলাই ২০২৩  
বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আ.লীগ নেতাদের মাঠে থাকার প্রত্যয় 

ছবি: রাইজিংবিডি

বিএনপির নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। এসময় তারা বলেন, বিএনপির দেশের জনগণের সাথে কোনও সম্পৃক্ততা নেই। তারা বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় আসতে চায়।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন দলটির বক্তারা।   

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, তারা বার বার এক দফা দেয়। ১৩, ১৪, ১৯ এবং ২২ সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে। তাদের এক দফা বেলুনের মতো ফুটে যায়। এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারও তাদের এক দফা ফুটে যাবে।

তিনি বলেন, বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো। সাপ যেমন বার বার খোলস পাল্টায়, বিএনপিও ঠিক এমন।

বিএনপি ‘পাগলা কুকুরের মতো’ হয়ে গেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তারা ইসরায়েলের গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করে। কোনও সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরায়েলের এজেন্টদের আমরা ক্ষমতায় আসতে দেব না।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আজকের এই সমাবেশ এমন একটা সময়ে হচ্ছে, যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আজ সমাবেশ ও শোডাউন করছে।

তিনি বলেন, আমাদের দেশে ইইউ’র প্রতিনিধিরা এসেছেন। তাদের দেখিয়ে বিএনপি শোডাউন করতে চায়। আজ বিএনপির সঙ্গে জনগণের কোনও সম্পৃক্ততা নেই। বিদেশিরাই তাদের ভরসা। ষড়যন্ত্র আর বিষোদগার করে তারা ক্ষমতায় যেতে চায়।

হানিফ বলেন, আমরা কোনও বিদেশির কাছে ধরনা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব যে, আপনারা (বিএনপি) যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন কী করেছিলেন আর আমরা এখন কী করেছি। আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের নেত্রী খালেদা জিয়ার আমলে কীভাবে দুর্নীতিতে বাংলাদেশ পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির সব অপকর্ম জনগণের কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, বিএনপির সমাবেশ ফাঁকা হয়ে গেছে। বিএনপি কয় এক দফা, আমরা এই সমাবেশ  থেকে ওদের ‘নেই দফা’ বানিয়ে দিলাম। বিএনপি আজকেই হেরে গেছে...।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ বিদেশিদের হাতে তুলে দিতে চায়। সেজন্য তারা সরকার পতনের এক দফা দিচ্ছে। আমরা তাদের অতীতের মতো মোকাবিলা করবো। আজ কয়েক ঘণ্টার নোটিশে কয়েক লাখ মানুষ জমায়েত হয়েছে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপির সরকার পতনের এক দফা ঘরে ফিরে যাবে। জনগণকে নিয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনায় শক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। শেখ হাসিনা বাঁচলে দেশ বাঁচবে, শেখ হাসিনা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য শেখ ফজলে নুর তাপস বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে নগর ভবন পর্যন্ত লোকারণ্য। আমরা বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে আছি। শেখ হাসিনার নেতৃত্বে মাঠে থাকবো।

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। নৌকার কোনও বিকল্প নেই। শেখ হাসিনার কোনও বিকল্প নেই। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। তার প্রমাণ পদ্মা সেতু। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মার্কা নৌকা। নৌকার কোনও ব্যাকগিয়ার নেই। আর এ গিয়ার উন্নয়নের, একে সামনে এগিয়ে যেতেই হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন।

পারভেজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়