রংপুরে তুলা গবেষণা কেন্দ্রের একটি কক্ষে আগুন
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে তুলা গবেষণা কেন্দ্রের গোডাউনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশকিছু তুলার বস্তা পুড়ে গেছে। বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তুলা বোর্ডের সদস্যরা জানান, হঠাৎ পুরাতন গোডাউনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি। না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী বলেন, তুলা উন্নয়ন বোর্ডের গোডাউনের একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।
আমিরুল/কেআই