ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

মঈন-জাদুতে চার দিনেই জিতল ইংল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঈন-জাদুতে চার দিনেই জিতল ইংল্যান্ড

পাঁচ উইকেট পূর্ণ করার পর বল উঁচিয়ে ধরলেন মঈন আলী

ক্রীড়া ডেস্ক : অধিনায়কত্বের অভিষেক টেস্ট জয় দিয়ে রাঙিয়ে রাখলেন জো রুট। মঈন আলীর অসাধারণ বোলিংয়ে লর্ডস টেস্ট চার দিনেই জিতেছে ইংল্যান্ড। ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ২১১ রানের বিশাল জয়ে চার ম্যাচ সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৫৯ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ৫৩ রানে ৬ উইকেট, ম্যাচে প্রথমবার ১০ উইকেট নিয়েছেন মঈন। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ফিফটি। মাত্র ষষ্ঠ ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে ফিফটি ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মঈন।

রোববার লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। দলের ১২ রানে দাঁড়িয়ে ফেরেন দুই ওপেনার হেইনো কুন ও ডিন এলগার। জেমস অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়েছেন অভিষিক্ত কুন। মঈনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক এলগার।

স্কোরটা ২৮ রানে যেতে না-যেতে ফিরেছেন জেপি ডুমিনি আর হাশিম আমলাও। দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল আমলা (১১)। চার ব্যাটসম্যানের সম্মিলিত রান ২৪, সবশেষ ইংল্যান্ডে কোনো টেস্ট ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যান ২৫-এর কম রান করেছিলেন সেই ১৯৯৮ সালে, হেডিংলিতে।

পঞ্চম উইকেটে ৩৬ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেছিলেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। কিন্তু এ জুটি ভাঙার পরই আবার পথ হারায় দক্ষিণ আফ্রিকা। পরপর দুই ওভারে দুজনকেই বোল্ড করেছেন মঈন। ডি কক করেছেন ১৮, বাভুমা ২১।

এরপর ডি ব্রুন ও কেশব মহারাজকে ফিরিয়ে মঈন পূর্ণ করেছেন ইনিংসে ৫ উইকেট, রাবাদাকে ফিরিয়ে ষষ্ঠ। আর শেষ ব্যাটসম্যান হিসেবে মরনে মরকেলকে কেটন জেনিংসের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন লিয়াম ডসন।

এর আগে তৃতীয় দিনের ১ উইকেটে ১১৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু ৯৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৩৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সব মিলিয়ে চতুর্থ দিনে উইকেট পড়েছে ১৯টি! 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৫৮

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৬১

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৩৩ 

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৩১) ১১৯ (বাভুমা ২১, ফিল্যান্ডার ১৯, ডি কক ১৮; মঈন ৬/৫৩, ডসন ২/৩৪)

ফল: ইংল্যান্ড ২১১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মঈন আলী। 



রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়