ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৪ মে ২০২৪   আপডেট: ০৮:২১, ৪ মে ২০২৪
সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আজ

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আজ শনিবার (৪ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র সহকারী সচিব ইয়াসমিন বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষায় বই, ইলেকট্রনিক হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, মানিব্যাগ বা ওয়ালেট এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য সব ধরনের ডিভাইস ও ব্যাগসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রের গেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময় প্রয়োজনে যেকোনো পরীক্ষার্থীর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে সমুন্নত রেখে তার মুখমণ্ডল এবং কান প্রদর্শনের জন্য বলা হতে পারে।

পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ তাকে পরীক্ষায় অংশগ্রহণে বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়