ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

দুরন্ত বার্সার সামনে এসপানিওল

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২৫ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুরন্ত বার্সার সামনে এসপানিওল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে এভাবেই গোল-উদযাপন করেন নেইমার ও আলভেজ

ক্রীড়া ডেস্ক : লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করতে রাতে মাঠে নামছে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল। শনিবার এসপানিওলের মাঠে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

 

২০০৮-০৯ মৌসুমের পর আবারও ট্রেবল, অর্থাৎ লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং কোপা ডেল রের শিরোপা জেতার সুযোগ বার্সা সামনে। এরই মধ্যে কোপা ডেল রের ফাইনালে পৌঁছেছে কাতালান ক্লাবটি। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজিকে হারিয়ে সেমিতে উঠেছে বার্সা। এই মুহূর্তে লা লিগার শীর্ষস্থানও নিজেদের দখলে রেখেছে লুইস এনরিকের দল। ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 

শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে এগিয়ে থাকতে এসপানিওলের বিপক্ষে জয় দরকার বার্সার। এসপানিওলের বিপক্ষে বার্সার অতীত রেকর্ড অবশ্য খুবই ভালো। বার্সার সবচেয়ে বেশি জয়ও এসেছে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই। এসপানিওলের বিপক্ষে এ পর্যন্ত ৯২টি ম্যাচ জিতেছে বার্সা।

 

দুই নগর প্রতিদ্বন্দ্বীর ‘ডার্বি’র শেষ ছয়টি ম্যাচই জিতেছেন মেসি-নেইমাররা। ২০০৯ সালের ফেব্রুয়ারির পর বার্সাকে কখনোই হারাতে পারেনি এসপানিওল। দুই দলের শেষ দেখায় এসপানিওলকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বার্সা। গত বছরের ডিসেম্বরে সে ম্যাচে হ্যাটট্রিক করেন বার্সার সেরা তারকা লিওনেল মেসি। দারুণ ছন্দে থাকা মেসি-নেইমারদের সামনে আজ রাতেও এসপানিওল উড়ে যায় কিনা, কে জানে!

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৫/পরাগ/নেছার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়