ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাসায় দুর্ঘটনায় মাশরাফির পায়ে ২৭ সেলাই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৭ মে ২০২২   আপডেট: ২১:০০, ৭ মে ২০২২
বাসায় দুর্ঘটনায় মাশরাফির পায়ে ২৭ সেলাই

ফাইল ফটো

অনাকাঙ্খিত চোটে মাশরাফি বিন মুর্তজার পায়ে ২৭ সেলাই পড়েছে। বাসায় দুর্ঘটনায় পড়ে বাম পা কেটে গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। তাতে লেগেছে ২৭টির বেশি সেলাই।

বিষয়টি মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা নিশ্চিত করেছেন। শনিবার বিকালের দিকে শোকেসের কাঁচ ভেঙে পড়ে মাশরাফির পায়ের ওপর। এতে তার বাঁ পায়ের গোড়ালির দিকে অনেকটা কেটে যায়।

মোরসালিন বলেন, ‘ভাইয়া বাসাতেই ছিলেন। অসাবধানতাবসত শোকেসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁচ ভেঙে পড়ে, ভাইয়ার বাঁ পায়ের পেছনে দিকে পড়ে ভেঙে যাওয়া কাঁচ। এতে অনেক খানি কেটে গেছে। ২৭টি সেলাই লেগেছে। ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন।’

আরও পড়ুন : নড়াইলে আমার কোনো গ্রুপ নেই: মাশরাফি

অতিরিক্ত রক্তক্ষরণে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার পায়ে সেলাই করানো হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাশরাফি।

এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফি। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিত্সককের সবুজ সংকেত পেয়ে মাঠে নামেন দ্বিতীয় ম্যাচ থেকেই।

তার নেতৃত্বে লিজেন্ডস অব রুপগঞ্জ রানার্সআপ হয়। বল হাতেও দারুণ উজ্জ্বল ছিলেন এই ডানহাতি পেসার। ১৪ ম্যাচে নেন ২০ উইকেট।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়