ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

‘প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১২:৩৬, ৪ মার্চ ২০২৪
‘প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন’

দুর্দান্ত ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন। প্রতি ম্যাচেই ঝলক দেখাচ্ছেন এই তরুণ। ধীরে ধীরে দলের ত্রাতা হয়ে উঠছেন। ম্যানচেস্টার ডার্বিতে তো দলকে এনে দিলেন তিন পয়েন্ট। তার এমন পারফর্ম্যান্সে মুগ্ধ সিটি কোচ পেপ গার্দিওলার ভাষ্য, প্রিমিয়ার লিগের বর্তমান খেলোয়াড়দের মধ্যে ফোডেনই সেরা।

রোববার (৩ মার্চ) ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইতিহাদে ম্যাচের আট মিনিটে পিছিয়ে পড়ার পর ফোডেনের জোড়া গোলে ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। সেই পথ ধরে শেষে এক গোল করে দলের নিরাপদ জয় এনে দেন আরালিং হালান্ড।

ফোডেনের পারফরম্যান্সে খুশি গার্দিওলা ম্যাচশেষে বলেন, ‘সে একজন প্রতিভাবান খেলোয়াড় তবে বর্তমানে তিনি আরও পরিণত। ফুটবলটা আরও ভালো বোঝে। সে এখন সব জায়গায় খেলতে পারে। বল পায়ে আগের চেয়ে আরও ভালো করে ভেতরে ঢুকতে পারে। বর্তমানে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন।’

গার্দিওলার কথাকে অবশ্য ভুল প্রমাণ করার বা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। চলতি মৌসুমে সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচ খেলে ১১ গোল করেছেন ফোডেন। সেই সঙ্গে সতীর্থদের ৭ গোলে করেছেন সহায়তা। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ৪ গোলের পাশাপাশি ৩ গোলে করেছেন সহায়তা। ক্লাব বিশ্বকাপ ও এফএ কাপে ৪ ম্যাচে করেছেন ৩ গোল। 

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়