ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কমলগঞ্জে বন্দুকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৩ নভেম্বর ২০২২  
কমলগঞ্জে বন্দুকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া সীমান্ত এলাকা থেকে ছয়টি একনলা বন্দুকসহ চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নিরঞ্জনিয়া (২৭), সামরাইল (২১), সমিরন রিয়ং (৩০) ও মতেদ্র রিও (২১)।

জানা যায়, দুপুরে ভারতীয় সাত নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে একটি বানর শিকার করেন। পরে সেটি পুড়িয়ে খাওয়ার সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে। এসময় পালিয়ে যান তিন জন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়াকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেন। খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ থানা পুলিশ ও পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রায়ই ভারতীয় অনুপ্রবেশকারীরা বাংলাদেশ ভূখণ্ডে  প্রবেশ করে বনের পশুপাখি শিকার করেন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া বলেন, ‘ভারতীয় সাত সদস্য ছিলো। ধাওয়া খেয়ে তিন জন পালিয়ে গেছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘আটককৃতদের বিজিবি কুরমা ক্যাম্প কমান্ডারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

বিজিবি কুরমা ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম খান বলেন, ‘আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অনধিকার প্রবেশ আইনে মামলা করা হব।’

হামিদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়