তামিম ডাকে বিভ্রান্তিতে দুই তামিম!
তামিম, এই তামিম! দলের কেউ না কেউ ডাকছেন তামিমকে। অথচ সাড়া দিচ্ছেন দুইজন! একই ড্রেসিংরুমে একই নামে দুইজন থাকলে যা হয়, তাই হচ্ছে তামিম একাদশের ড্রেসিংরুমে। তাতে বিভ্রান্ত হচ্ছেন দুইজনই। বলা হচ্ছে দুই তামিম - তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের কথা।
০৯:২০ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার