ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

প্রধান বিচারপতিকে আইনমন্ত্রীর অনুরোধ

শফিক/নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধান বিচারপতিকে আইনমন্ত্রীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : বিচারপতিদের আচরণবিধি প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি প্রধান বিচারপতিকে অনুরোধ করব- দেখুন, আজকে বোধ হয় বিচারপতিদের কোড অব কন্ডাক্ট খুব প্রয়োজন।’

 

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতিরা তাদের বিবেক দ্বারা চালিত হবেন। যেহেতু বিজ্ঞ বিচারপতি, সম্মানিত বিচারপতি- তাই, বলে দেওয়ার প্রয়োজন নেই যে তারা কী আচরণ করবেন। এজন্যই এতোদিন কোনো রুলস ছিলো না। রায় লেখার ব্যাপারে নয়, আজ যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আজকের বাস্তবতায় যেটা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিত আর নেই। সে কারণেই আমার মনে হয় এটার ব্যাপারে রুলস করে দেওয়া উচিত।’

 

তিনি বলেন, ‘বিচারপতিরা সমাজের দৃষ্টান্ত। আমরা মনে করি তারা এমন কাজ কখনোই করবেন না যা অনুসরণীয় নয়। সে জন্যই আমি মনে করি এখন সময় এসেছে রুলস করার।’

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ‘নিম গাছে আম ধরে না’, বলে  বক্তব্য রাখেন। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বৃহস্পতিবার এ কথা বলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/শফিক/মিথুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়