ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

টেন্ডুলকার-লারার রেকর্ড ভাঙলেন কোহলি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেন্ডুলকার-লারার রেকর্ড ভাঙলেন কোহলি

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরো একটি অর্জনে নাম লেখালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড এখন ভারত অধিনায়কের।

১৯ হাজার ৯৬৩ রান নিয়ে বিশ্বকাপে বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন কোহলি। ৩৭ রানে পৌঁছে ডানহাতি ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেন মাইলফলক।

কোহলি ২০ হাজার রান করলেন তার ৪১৭তম ইনিংসে। আগের রেকর্ড ছিল যৌথভাবে ভারতীয় ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার। দুজনই ২০ হাজার রান করেছিলেন ৪৫৩ ইনিংসে। ৪৬৮ ইনিংস লেগেছিল প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।

টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর ভারতের তৃতীয় ও সব মিলিয়ে ১২তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করলেন কোহলি।

এদিন প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা চার ম্যাচে পঞ্চাশ ছোঁয়ার কীর্তিও গড়েছেন কোহলি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রানে আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২, পাকিস্তানের বিপক্ষে ৭৭ ও আফগানিস্তানের বিপক্ষে করেন ৬৭ রান।

পাকিস্তানের বিপক্ষে ইনিংসের পথে ওয়ানডেতে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ডও গড়েন কোহলি। ছাড়িয়ে যান টেন্ডুলকারকে।


রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়