ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমানের বিশ্বকাপ দল ঘোষণা, দায়িত্বে নতুন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১ মে ২০২৪  
ওমানের বিশ্বকাপ দল ঘোষণা, দায়িত্বে নতুন অধিনায়ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ বুধবার (১ মে, ২০২৪) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। এই দলকে নেতৃত্ব দিবেন নতুন অধিনায়ক ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াস। দলে চমক হিসেবে আছেন ৩৬ বছর বয়সী সুলতান আহমেদ। ২০১৬ বিশ্বকাপে তার অভিষেক হয়েছিল এবং ২০২১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

বোলারদের তালিকায় আছেন বিলাল খান, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট ও শাকিল আহমেদ। অলরাউন্ডারের তালিকায় আছেন শাকিল-আকিব ও জিশান। ব্যাটসম্যান হিসেবে আছেন কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি, প্রতীক আথাভালে ও আয়ান খান।

আরো পড়ুন:

রিজার্ভ হিসেবে আছেন- যতিন্দর সিং, স্যাময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ ও জয় ওদেদরা।

বিশ্বকাপে ওমান আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। ২ জুন বার্বাডোজে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ওমান।

ওমানের বিশ্বকাপ স্কোয়াড:
আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ।

রিজার্ভ: যতিন্দর সিং, স্যাময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ ও জয় ওদেদরা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়