ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বধির ক্রিকেটের ফাইনালে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বধির ক্রিকেটের ফাইনালে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ওয়ালটন ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেটের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

বাংলাদেশ ও পাকিস্তান বাদে টুর্নামেন্টে অংশ নিয়েছিল ভারত। প্রতিযোগীতায় কোনো ম্যাচ না জিতে ভারত প্রথম পর্ব থেকেই বাদ পড়ে। অন্যদিকে পাকিস্তান ছিল দুর্দান্ত, অসাধারণ। প্রথম পর্বে চার ম্যাচের চারটিতেই জিতে ফাইনালে উঠে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পর ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ জেতে তারা। শেষ ম্যাচেও বাংলাদেশকে হারায় পাকিস্তান। নিশ্চিতভাবেই বলা যায়, ফাইনালের হট ফেবারিট তারা।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরতে না পারলেও ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দেয় স্বাগতিকরা। তাতেই ফাইনালের নিশ্চিত করে শাহরিয়ার আহমেদ চৌধুরী ঈমনের দল।

ফাইনালের মঞ্চে পাকিস্তান ফেবারিট হলেও বাংলাদেশ ছেড়ে কথা বলবে না তা নিশ্চিত। প্রথম পর্বের হারের প্রতিশোধ নিয়ে মুখিয়ে থাকবে বাংলাদেশ। নতুন ম্যাচে নতুন করে শুরু করতে পারলে বাংলাদেশের পক্ষেও জয় পাওয়া সম্ভব।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফিসহ পাবে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল ট্রফির সঙ্গে পাবে ২৫ হাজার টাকা।




রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়