ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অন্তর্জালে আইয়ুব বাচ্চুর সেই ‘সাউন্ড অব সাইলেন্স’(ভিডিও)

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্তর্জালে আইয়ুব বাচ্চুর সেই ‘সাউন্ড অব সাইলেন্স’(ভিডিও)

বিনোদন প্রতিবেদক : ‘সবাইকে কাঁদিয়ে আইয়ুব বাচ্চু উড়াল দিয়েছেন। কাঁদছে শহীদ মিনার। পদ্মা, মেঘনা, যমুনার কূলে কূলে মানুষ কাঁদছে। তার জন্য কাঁদছে ব্যান্ড সংগীতাঙ্গনসহ সমগ্র বাংলাদেশ। আজ বাচ্চু নেই কিন্তু উৎসব আসবে, গিটার বাজবে কিন্তু আইয়ুব বাচ্চু আসবে না, সেটা কি ভাবা যায়!’ কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে এভাবেই কথাগুলো বলেছিলেন সংগীতশিল্পী ফকির আলমগীর। তার কথার মতো বাস্তব সত্য-আইয়ুব বাচ্চু আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রুপালি গিটারের ঝংকার রয়ে গেছে।

‘সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামে একটি কনসার্ট করেছিলেন আইয়ুব বাচ্চু। এতে শুধু গিটার বাজিয়েছিলেন তিনি। তার গিটারের সুরে দর্শক মুগ্ধ হয়েছিলেন। এটি ছিল তার স্বপ্নের প্রজেক্ট। ২০১৭ সালের ২৪ মার্চ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রায় দেড় ঘণ্টার সরাসরি পরিবেশনায় সুরের এই জাদুকরের গিটারের সঙ্গে মেতেছিলেন শত শত শ্রোতা-দর্শক। এর পরই ‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামের কনসার্টটি এক্সক্লুসিভ অংশ প্রকাশ করা হয় দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে। এবার পুরো কনসার্টটি ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

‘সাউন্ড অব সাইলেন্স’-এর কনটেন্ট পার্টনার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে গত ২১ অক্টোবর প্রকাশ করা হয় এটি। এই কনসার্টে আইয়ুব বাচ্চুর ৮টি পরিবেশনার শিরোনাম হলো-‘বর্ন ফাইটার’, ‘এন্ডলেস লাভ’, ‘থ্যাঙ্ক ইউ’,  ‘সাউন্ড অব সাইলেন্স’,  ‘ডোন্ট ওরি’, ‘ঊর্বশী’,  ‘ইন দ্য ক্যাফে’ ও ‘স্বপ্নের বাংলাদেশ’।

বাংলাঢোল লিমিডেটের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, আইয়ুব বাচ্চুর ব্যতিক্রমী গিটার শোয়ের প্রথম কনসার্টে সঙ্গে থাকতে পেরে তারা কৃতজ্ঞ। ‘সাউন্ড অব সাইলেন্স’ নিয়ে এই শিল্পী সুন্দরভাবেই যাত্রা শুরু করেছিলেন। দেশের সব অঞ্চলে এই কনসার্ট করার পরিকল্পনা করেছিলেন এবি।

দেখুন : সাউন্ড অব সাইলেন্সকনসার্ট।




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়